মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা, বানারীপাড়া।। দেশের তরে তব দিয়ে গেলো প্রাণ, তোমার স্মৃতি ইতিহাসে থাকবে চির অম্লান। বলছি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান ওরফে মতি কাজীর কথা। ২৬ নভেম্বর তাঁর ৪৯তম মৃত্যু বার্ষিকী। তিনি এই দিনে মহান মুক্তিযুদ্ধের সময় স্বরূপকাঠী বর্তমান নেছারাবাদ উপজেলার ছারছিনায় রাজাকার আল বদরদের সাথে সম্মূখ যুদ্ধে শহীদ হয়েছিলেন।
শহীদ মতি কাজী স্বাধীনতা যুদ্ধের সময় শেরে বাংলা এ কে ফজলুল হকের প্রতিষ্ঠিত চাখার ফজলুল হক কলেজের ছাত্রলীগের নেতা ও স্নাতক শ্রেণীর ছাত্র ছিলেন। তার ভাতিজা কাজী মোঃ এনায়েত করিম ইনু জানান, বাদ আসর নেছারাবাদ এর ছারসছনায় তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া- মুনাজাত অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদ জুমা মরহুমের কাজী বাড়ী মসজিদে দোয়া ও নমিলাদ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য শহীদ মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান,দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজের ছোট মামা।
Leave a Reply