শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক : ভারতে উত্তর প্রদেশের প্রথম নারী বার কাউন্সিল সভাপতি দরবেশ যাদবকে (৩৮) আদালতেই গুলি করে হত্যা করেছেন তার এক সহকর্মী মণীশ শর্মা। দু’দিন আগেই দরবেশ যাদব এই পদে নির্বাচিত হয়েছিলেন।বুধবার (১২ জুন) আগ্রা কোর্টে হাজির হয়েছিলেন তিনি। সদ্য বার কাউন্সিলের মহিলা সভাপতি হওয়ায় তাঁকে সংবর্ধনার জন্য আদালতে ডাকেন আইনজীবীরা৷
অনুষ্ঠান শুরুর কিছু আগেই আততায়ী বন্দুক বের করে দরভেশকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে৷ রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে মাটিতেই লুটিয়ে পড়ে সে৷ এরপর আততায়ী নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। ভারতীয় গণমাধ্যমে খবরে বলা হয়, আদালত চত্বরে হঠাৎ গোলাগুলির শব্দে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ভয়ে সবাই এদিক ওদিক ছুটতে শুরু করে৷ খবর পেয়ে আগ্রা আদালতে হাজির হয় পুলিশ৷ দরভেশের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তারা৷ অপরদিকে হামলাকারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
পুলিশ জানায়, আততায়ী নিজেও একজন আইনজীবী৷ তার নাম মণীশ শর্মা৷ আগ্রার অতিরিক্ত পুলিশ সুপার প্রবীণ বর্মা জানান, প্রাথমিক তদন্তে মণীশের সঙ্গে দরভেশের পূর্ব পরিচয়ের প্রমাণ মিলেছে৷ যে বন্দুক দিয়ে খুন করা হয়েছে তার লাইসেন্স রয়েছে মণীশের নামে৷ ঘটনাস্থল থেকে বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়৷ তবে কী কারণে খুন তা স্পষ্ট নয়৷ তদন্ত শুরু হয়েছে৷
এ ঘটনার পরই আতঙ্ক ছড়িয়ে প়ড়ে আদালত চত্বরে। আইনজীবীরা বৃহস্পতিবার বিক্ষোভের হুমকি দিয়েছেন। এই ঘটনার নিন্দা করেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। সেই সঙ্গে দরবেশের পরিবারে জন্য উত্তরপ্রদেশ সরকারের কাছে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি উঠেছে।
Leave a Reply