রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার : বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের সড়ক দূঘর্টনায় নিহত নির্মল ঘটকের বাড়িতে সোমবার সকালে গিয়ে মন্ত্রী পদমর্যাদার আবুল হাসানাত আব্দুল্লাহ(এমপি) শোকার্ত পরিবারকে সান্তনাসহ সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়েছেন।
এসময় তার সাথে ছিলেন, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ বাকাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২রা এপ্রিল বাকাল ইউপি সদস্য ও শ্রমিকলীগ নেতা নির্মল ঘটক মোটরসাইকেলে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী মেলায় যাওয়ার সময় গোপালগঞ্জ শহর অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়।গুরুতর আহত হন নির্মল ঘটক। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
Leave a Reply