রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিকে বৃহস্পতিবার বরিশালের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের স্বপন মন্ডলের স্ত্রী এক সন্তানের জননী টুম্পা রানী মন্ডলকে বুধবার সকালে অকথ্যভাষায় গালমন্দ করে তাকে বিষপানে আত্মহত্যার জন্য বলেন তার স্বামী ও পরিবারের লোকজন। এ কারণে তিনি বিষপান করে আত্মহত্যা করেন।
আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ওই গৃহবধূর বোন কল্পনা অধিকারী থানায় মামলার দায়ের করেন। ওই মামলায় টুম্পার স্বামী স্বপন মন্ডলকে বুধবার রাতে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার থানা পুলিশ জানিয়েছে, আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।
Leave a Reply