সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় স্কুলছাত্রীকে ইভটিজিং করায় ইমরান ফকির (২০) নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে ঐ ছাত্রীর মায়ের দায়ের করার মামলার ভিত্তিতে অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের জইনদ্দিন ফকিরের ছেলে ইমরান ফকির (২০) দীর্ঘদিন ধরে একই এলাকার এক স্কুল ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে যৌন হয়রানি (ইভটিজিং) করে আসছিলো।
ছাত্রীর পরিবার বিষয়টি ইমরানের পরিবারকে জানালে ইমরান আরো ক্ষিপ্ত হয়। ইমরান ফকিরের ভয়ে দীর্ঘদিন ভোক্তভোগী স্কুলছাত্রী রাস্তায় বের না হয়ে ঘর বন্ধি হয়ে থাকে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে স্কুলছাত্রীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারি অফিসার এসআই শাহাবুদ্দিন জানায়, থানায় মামলার ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ইমরান ফকিরকে গ্রেফতার করে বরিশাল আদালতের প্রেরণ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে ইমরানকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply