মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
শামীম আহমেদ ॥ বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কাজের অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় রাস্তা পাকাকরন ও কালভার্ট কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের এলজিইডি বিভাগের কালভার্ট ও রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নিত্যানন্দ মজুমদার, আব্দুস সাত্তার মোল্লা, সাবেক ইউপি সদস্য অতুল চন্দ্র হালদারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।
এলজিইডি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের কালীখোলা থেকে পূর্ব দিকের পাকা রাস্তার মাথা থেকে ১১শত মিটার রাস্তা পাকাকরন ও একটি কালভার্ট নির্মানের জন্য ১ কোটি ২৭ লাখ ৯ শত ৬৩ টাকা বরাদ্দ করা হয়। ওই কাজটি বাস্তবায়ন করছেন মের্সাস ইয়ামিন ট্রেডার্স নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। যার মালিক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার।
Leave a Reply