মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার। বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের বাঁধা উপেক্ষা করে পানি উন্নয়ন বোর্ডের সরকারী খাল ও সড়কের পাশ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী রেজাউল হাওলাদার নামে এক ব্যক্তি।
সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা এক সপ্তাহ পূর্বে ঘটনাস্থল পরিদর্শন করে আসার পরই পুনরায় বালু উত্তোলন শুরু করেন তারা। কেউ বাঁধা দিলেই তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে রেজাউল।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার কালুরপার-রামেরবাজার-রত্নপুর পর্যন্ত প্রবাহিত পানি উন্নয়ন বোর্ডের সড়ক ও খাল রয়েছে। ওই পানি উন্নয়ন বোর্ড সড়কের পাশের খাল থেকে চাপাচুপা গ্রামের তালের বাজারের দক্ষিন পাশের খাল থেকে দীর্ঘদিন ধরে বরিয়ালী গ্রামের মহব্বত আলী হাওলাদারের ছেলে প্রভাবশালী রেজাউল হাওলাদার শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এর ফলে ওই স্থানের খালের পারের আবাদি জমি ও সড়ক ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। যে কোন সময় সড়ক ও জমি ধ্বসে যেতে পারে বলে জানান স্থানীয়রা।
রেজাউল প্রভাবশালী হওয়ায় তার ভয়ে স্থানীয়রা প্রতিবাদ করতে সাহস পায়নি। এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক নির্মল নন্দ বিশ্বাস, লেদু বল্লভ, বিশ্বনাথ বল্লভ ও দুলাল বল্লভ বলেন, বরিয়ালী এলাকার প্রভাবশালী রেজাউল গত কয়েক মাস ধরে উপজেলার তালতা, রামের বাজার, ভদ্রপাড়া, নাগার ও চাপাচুপা খালে অবৈধ শ্যালো ড্রেজার মেশিন দিয়ে খালের পাশে থাকা ইরি-বোরো জমির আইল ও ওয়াবদা সড়ক ঘেঁষে বালু উত্তোলন করছে। এর ফলে ওই সকল কৃষি জমি ও সড়ক হুমকির মুখে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন কৃষক জানান, এলাকাবাসী বেশ কয়েকবার অভিযুক্তদের কাজে বাঁধা দিলেও তারা উল্টো কৃষি জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে আসছে। তারা কৃষি জমি রক্ষায় সংশ্লিষ্টদের পদক্ষেপ দাবী করছে। এব্যাপারে অভিযুক্ত অবৈধভাবে বালু উত্তোলনকারী রেজাউল হাওলাদার জানান, সরকারী খাল থেকে অনুমতি নিয়ে মসজিদের জন্য বালু উত্তোলন করা হয়। বালু উত্তোলন শেষে শনিবার মেশিন নিয়ে যাওয়া হচ্ছে।
এব্যাপারে সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রবিন্দ্রনাথ দাস গুপ্ত জানান, এক নেতার নির্দেশে মসজিদের কথা বলে রেজাউল ১দিনের জন্য খাল থেকে বালু উত্তোলন করার কথা ছিল। একদিনের পরেও সে অব্যহতভাবে বালু উত্তোলন করায় গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে।
ওই অবৈধ ড্রেজার আজকের মধ্যে খাল থেকে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম জানান, এর পূর্বেও রেজাউলকে বালু উত্তোলন করতে নিষেধ করা সত্বেও সে আবারও বালু উত্তোলন করায় শনিবার দিনের মধ্যে অবৈধ ড্রেজার মেশিন সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে।
Leave a Reply