শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামী চিহ্নিত মাদক সম্রাট গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের তৈয়ব আলী সরদারের ছেলে একাধিক মামলার আসামী চিহ্নিত মাদক সম্রাট সরোয়ার সরদার (৪২) কে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১০০ গ্রাম গাঁজা ও ৫৩ পিস ইয়াবাসহ নিজ এলাকা থেকে এসআই নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করে।
এঘটনায় এসআই মনিরুজ্জামান বাদী হয়ে শনিবার রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন, গ্রেফতারকৃতকে রোববার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply