শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় দুঃস্থ মানবতার হাসপাতালে নবজাতক মৃত্যুর বিচার দাবি করে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালীন সময়ে দোষীদের বিচারের দাবি জানিয়ে ওই হাসপাতালটি বন্ধের দাবি জানিয়েছেন বক্তারা। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে নিহত নবজাতকের পরিবার ও স্বজনদের উদ্যোগে উপজেলার বাইপাস (ফুল্লশ্রী) এলাকায় আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত দুঃস্থ মানবতার হাসাতালের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালীন সময়ে নিহত শিশুর মামা আতিক হাওলাদার ও ইউপি সদস্য কুদ্দুস মোল্লাসহ বক্তারা বলেন, ২৭ ডিসেম্বর তালতারমাঠ গ্রামের রহিম সরদারের সন্তান সম্ভবা স্ত্রী ইয়াসমিন (২০) হাসপাতালে গেলে ওই হাসপাতালের অনভিজ্ঞ নার্স ও আয়ারা ইয়াসমিনকে জোর করে ডেলিভারী করায়।
জোর করে ডেলিভারী করানোয় ইয়াসমিনের নবজাতক পুত্র অসুস্থ হয়ে পরলে বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে সেখানের চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। ওই রাতেই প্রসুতি ইয়াসমিনের ভাই আতিক হাওলাদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ মামলা রেকর্ড করতে গড়িমসি শুরু করে।
থানায় লিখিত অভিযোগ দায়েরের পরেও দীর্ঘ সময়ে মামলা আকারে রেকর্ড না হওয়ায় থানা পুলিশের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে অংশ নেয়া ইয়াসমিনের পরিবারের স্বজনেরাসহ স্থানীয়রা। একই সাথে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কোন প্রশাসনিক ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীসহ স্থানীয়রা।
এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, ইয়াসমিনের ভাই বাদী হয়ে দায়ের করা অভিযোগ বুধবার দুপুরের পরে মামলা আকারে গ্রহন করা হয়েছে, যার নং-১৬ বুধবার (৩০ডিসেম্বর)। ওই মামলায় তদন্তকারী অফিসার হিসেবে ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম নিজেই দ্বায়িত্বভার গ্রহন করেছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন বলেন, ভুক্তভোগীরা তার কাছে কোন লিখিত অভিযোগ না করায় তিনি প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন নি। তবে ঘটনাটি জেলা সিভিল সার্জনের দৃষ্টি গোচর হওয়ায় সিভিল সার্জন বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে বুধবার (৩০ ডিসেম্বর) সিভিল সার্জন কমিটি গঠনের জন্য তাকে (ডাঃ বখতিয়ার আল মামুন) চিঠি প্রদান করার কথা জানিয়েছেন তিনি।
জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন জানান, অভিযোগের বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ শুনে বুধবার (৩০ ডিসেম্বর) তিনি সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির রিপোর্ট পাবার পরে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
Leave a Reply