শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় টেন্ডারের দেড় বছর পর এডিবির কাজ করতে গিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদের বিরুদ্ধে। একাজে ঠিকাদারকে সহযোগীতা করেছেন কাজের তদারকির দায়িত্বে থাকা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র হাওলাদার। অনিয়মের অভিযোগে স্থানীয়রা উপজেলা নিবার্হী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৭-১৮অর্থ বছরে এডিবি থেকে উপজেলার বাকাল ইউনিয়নের পশ্চিম ফুল্লশ্রী ফকির বাড়ি জামে মসজিদ সংলগ্ন পুকুরে ঘাটলা নির্মান প্রকল্প ৩লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়।
ওই সময় টেন্ডারে ঠিকাদার আবু সাঈদ এর মের্সাস ঐশী ট্রেডার্স কাজটি পায়। তখন ঠিকাদারকে বার বার কাজ করার কথা বলা হলেও কাজটি বাস্তবায়ন করেননি ঠিকাদার। বছর শেষে এলজিইডি বিভাগ ওই প্রকল্পের সমুদয় বিল উত্তোলন করে ঠিকাদারের কাছ থেকে কাজ করার মুচলেকা রাখে। সম্প্রতি আবু সাঈদ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করলে কাজের মান খারাপ হওয়ায় স্থানীয়রা বাধাঁ দেয়। বাধাঁ দেয়ার ঠিকাদার আবু সাঈদ স্থানীয়দের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। কাজের মান খারাপ করার কথা স্থানীয়রা উপ-সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র হাওলাদারকে জানালে তিনি কোন ব্যবস্থা নেয়নি।
ঠিকাদার ও উপ-সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র হাওলাদারের সহযোগীতায় এই কাজে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। যার কারণে ঠিকাদার আবু সাঈদ সম্প্রতি ওই মসজিদের ঘাটলা ঢালাই দেয়ার পর ফাটলসহ ডেবে ও হেলে যায়। এ কারণে মসজিদ কমিটিসহ শতাধিক স্থানীয় লোকজন কাজে অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের কাজে লিখিত অভিযোগ দায়ের করেন। যার অনুলিপি জেলা প্রশাসক, বিভাগীয় প্রকৌশলী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাছে দেয়া হয়েছে।
এ ব্যাপারে ঠিকাদার আবু সাঈদ সাংবাদিকদের বলেন, কাজের মান ভালো হয়েছে। কাদাঁ মাটি নরম থাকায় একটু দেবে গেছে। এ কাজের তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র হাওলাদার জানান, ঢালাইয়ের পরে দেবে যাওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাঁদা মাটিতে ত্রুটিপূর্ণ সেন্টারিং কাজের জন্য এমটা হয়েছে। তবে কাজের মান সন্তোষজনক।
Leave a Reply