শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি:
আগৈলঝাড়ায় ইয়াবাসহ পুলিশের তালিকাভুক্ত দুই ব্যবসায়ি গ্রেফতার। পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে বলে জানা গেছে।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে এএসআই নেছার, মাকসুদ, আবুল বাশার অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ বাগধা গ্রাম থেকে রবিবার রাতে দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো পুলিশের তালিকাভুক্ত পূর্ব পয়সা গ্রামের মৃত ফনি ভুষণ হালদারের ছেলে, বঙ্কিম হালদার (৩৫) ও দক্ষিন বড়মগড়া গ্রামের ভক্তি পান্ডের ছেলে দিলীপ পান্ডে (২৮)। আটক বঙ্কিমের কাছ থেকে ১০পিচ ও দিলীপের কাছ থেকে ৪পিচসহ মোট ১৪পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে রবিবার রাতেই মামলা দায়ের করেছেন, যার নং-৫ ।গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply