রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বিক্রয় ও বিতরন বিভাগ-২ ওজোপাডিকো বরিশালের আওতাধীন ৩৩/১১ কেভি পলাশপুর উপকেন্দ্রের বাৎসরিক রক্ষানাবেক্ষন কাজের জন্য ওজোপাডিকো-২ এর আওতায় ৭টি ফিডারে শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফিডারগুলো হলো আমানতগঞ্জ, পলাশপুর , তালতলী ,ভাটিখানা , জেনারেল হসপিটাল , পোর্টরোড ও সদর ফিডার।
এ সকল ফিডারের আওতায়ী সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বেলতলা, হাটখোলা, চকবাজার, গীর্জা মহল¬া, সদর রোড, আগরপুর রোড, টাউন হল, ফকির বাড়ী রোড, কাটপট্রি রোড, হসপিটাল রোড, নাজির মহল¬া, বাজার রোড,কেন্দ্রীয় কারাগার, সদর হসপিটাল ও কালীবাড়ী রোড একটানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নতুন বাজার ফিডার ইনচার্জ ইঞ্জিঃ সেলিম হাসান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবারহ বন্ধের জন্য কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া জরুরী প্রয়োজনে পলাশপুর উপকেন্দ্র ০৪৩১-৬৩৭৬৮ এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
Leave a Reply