শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামীকাল (১৩ মার্চ) চার দিনের সফরে ঢাকায় আসছেন। সফরের অংশ হিসেবে তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং সেখানে ১৪ মার্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন। জাতিসংঘ মহাসচিবের এ সফর বাংলাদেশের রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (১২ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। প্রেস সচিব শফিকুল আলম এ সময় বলেন, “জাতিসংঘ মহাসচিবের সফরের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে যাওয়ার বিষয়টি বিশ্বনেতাদের কাছে আরও গুরুত্ব পাবে।”
জাতিসংঘ মহাসচিবের ঢাকা সফরের সময় তিনি প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর, ১৪ মার্চ, তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে তারা একটি ফ্লাইটে কক্সবাজারে যাবেন। কক্সবাজারে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সেখানে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন।
জাতিসংঘ মহাসচিবের এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক মহলে রোহিঙ্গাদের জন্য আরও সহায়তা ও সমর্থন আদায়ের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, সফরের মাধ্যমে রোহিঙ্গা সংকটের বিষয়টি বিশ্বনেতাদের কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।
প্রেস উইং জানিয়েছে, বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পর, পরবর্তী দিন সকালে তিনি পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন, যেখানে রোহিঙ্গা সমস্যা ও অন্যান্য অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি নিয়ে আলোচনা হবে।
জাতিসংঘের মহাসচিবের ঢাকা সফর বাংলাদেশের রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক মনোযোগ ও সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
Leave a Reply