রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের চাহিদা পূরণ করে মৎস্য ও প্রাণিসম্পদ বিদেশে রপ্তানি হচ্ছে। বিলুপ্তপ্রায় সকল দেশীয় প্রাজাতির মাছ আবার স্বাভাবিকভাবে পাওয়া যাচ্ছে। সরকার দেশীয় প্রজাতির সকল প্রকারের মাছ যাতে পাওয়া যায় সে জন্য পদক্ষেপ নিয়েছে।
আজ বুধবার দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার শাসন আমলে এ দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়। দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়, দেশের কৃষকরা ভালো থাকেন। এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা ও প্রচেষ্টায় সম্ভব হয়।
বুধবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহম্মাদ সাঈদুর রহমান, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মো. আনিচুর রহমান তালুকদার।
এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ মাঠে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করতে ১০টি গাভী বিতরণ করেন এবং মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের উদ্বোধন করেন।
Leave a Reply