শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:কক্সবাজার বিমানবন্দর থেকে ১ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা খুরশিদা করিমকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বিমানবন্দরে তল্লাশির সময় তাকে এসব ইয়াবাসহ আটক করা হয়। আটক খুরশিদা করিম উখিয়া উপজেলার হলদিয়াপালংয়ের ফজল করিমের মেয়ে, ওই ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য।
পুলিশ জানায়, কক্সবাজার বিমানবন্দরে বিকেলে নভোএয়ার ফ্লাইটের যাত্রী ছিলেন সে। তল্লাশির সময় তার ভ্যানিটি ব্যাগে এসব ইয়াবা পাওয়া যায়। কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক সনৎ বড়ুয়া জানান, বিমানবন্দরে তল্লাশিকালে তার ব্যবহৃত ভ্যানিটি ব্যাগে এসব ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply