বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
এইচ.এম হেলাল ॥ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, নির্বাচন শেষে এক মিনিটও অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার কোনো পরিকল্পনা নেই।
বুধবার (০১ অক্টোবর) দুপুরে বরিশালের শংকর মঠ পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা চাইছিলাম বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি হোক। ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে নয় থেকে দশটি সংস্কার সম্পন্ন হয়েছে। এগুলোর ফলে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়বে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের কার্যক্রমের ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। কারণ নিষিদ্ধ কার্যক্রমের স্থায়িত্ব নিয়ে বিতর্ক থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি।”
অশান্ত পাহাড় ইস্যুতে দৃঢ় অবস্থান জানিয়ে তিনি বলেন, “পাহাড়কে যারা অশান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সবসময় সচেষ্ট।”
পূজা মন্ডপ পরিদর্শনের সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন, শংকর মঠ পূজা মন্ডপ কমিটির সভাপতি কানু লাল সাহা ও সাবেক সেক্রেটারি তম্ময় তপু উপস্থিত ছিলেন।
এ সময় আইন উপদেষ্টা বলেন, “বাংলাদেশের সকল ধর্মের মানুষ সমান মর্যাদায় শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারবে, এটাই সরকারের প্রত্যাশা।”
শংকর মঠ পরিদর্শন শেষে তিনি ভোলার উদ্দেশে যাত্রা করেন।
Leave a Reply