বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সোনাগাজী উপজেলা ছাত্রলীগর সাবেক যুগ্ম আহবায়ক সাইদ আনোয়ারকে গ্রেফতার করেছে র্যাব। আজ সোমবার রাতে তাকে পৌরসভার জিরো পয়েন্ট থেকে গ্রেফতার করা হয় এক বিজ্ঞপ্তিতে জানায় র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিরায়ক নুরুজ্জামান।
তিনি দাবি করেন গ্রেফতারের সময় সাইদ আনোয়ারের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে শামিম হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে
গ্রেফতারকৃত সাইদ আনোয়ার সোনাগাজী উপজেলার আমিরবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের তিনবাড়িয়া এলাকার হানিফের ছেলে।
আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকায় সরকার দলের দুইপক্ষের মাঝে অনেকদিন ধরে বিরোধ চলছে। এলাকায় একপক্ষের নেতৃত্ব দেন সাইদ আনোয়ার।
তবে তার পরিবার ও ঘটনার প্রত্যাক্ষদর্শী একাধীক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানায়, রাত সাড়ে ৯টার দিকে সাইদ আনোয়ার আমিরবাদ ইউনিয়নের বাদামতলী বাজার থেকে মোটরসাইকেলযোগে সোনাপুর বাজারের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে বৃষ্টি শুরু হলে আমতলা নামক স্থানে থেমে স্থানীয় ফয়েজের দোকানে বসেছিলেন। কিছুক্ষণ পর র্যাব এসে তাকে তল্লাসী করে গাড়িতে তুলে নিয়ে যায়।
ঘটনাস্থলে তার কাছে কোন অস্ত্র উদ্ধার করতে দেখেননি জানান তারা। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, আনোয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
Leave a Reply