শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:আজ মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তার সাথে ছিরেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। সমর্থকদের চাপে সাংবাদিকদের জন্য করা পৃথক ব্যারিকেড ভেঙে যায়। তারপরই আহত হন তিনজন সাংবাদিক। তাদের মধ্যে একজনকে উদ্ধারে এগিয়ে যান রাহুল। এ সময় আহত সাংবাদিকের জুতা হাতে নেন প্রিয়াঙ্কা।গতকালের ওই ঘটনার ভিডিও এখন ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যায়, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিজে আহত সাংবাদিকের স্ট্রেচারের একপাশ ধরে আছেন। তাকে সাহায্য করছেন দলের অন্য কর্মীরা।
তার নিরাপত্তারক্ষীরাও সাহায্য করছেন অসুস্থ ওই সাংবাদিককে অ্যাম্বুল্যান্সে তুলে দিতে। অসুস্থ ওই সাংবাদিকের জুতা নিজের হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন প্রিয়াঙ্কা।অনেকেই বলছেন, এটা রাহুল প্রিয়াঙ্কার লোকদেখানো কাজ। ভোটের আগে নিজেদের জনদরদি হিসেবে তুলে ধরার জন্য এমনটা করেছেন তারা। আরেকপক্ষ বলছে, না এটা লোকদেখানো নয়। রাহুল হোন বা প্রিয়াঙ্কা তাঁরা মানুষ হিসেবে সত্যিই ভালো।এটা অবশ্য নতুন নয় এর আগেও একাধিকবার কংগ্রেস সভাপতিকে দেখা গিয়েছে অসুস্থ সাংবাদিকদের সাহায্য এগিয়ে আসতে। তবে প্রিয়াঙ্কাকে দেখা গেছে এই প্রথম। তাতেই মন ছুঁয়েছে অনেকের।https://www.youtube.com/watch?v=Tx92ezjdFrI
Leave a Reply