সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট নগরের বন্দরবাজার লালদিঘীরপাড়স্থ হোটেল সুপার (আবাসিক)-এ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত ১০ নারী-পুরুষকে আটক করেছে সিলেট মহানগর কোতোয়ালী মডেল থানা পুলিশ।এদের মধ্যে ৭ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। তারা দেশের বিভিন্ন স্থানের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।বুধবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার বাজার হাট থানার মৃত করি মিয়ার মেয়ে পিংকি (২৫), গাজীপুর জেলার শ্রীপুর থানার কাননবাজারের মান্নান মিয়ার মেয়ে পান্না (২৬), ময়মনসিহং জেলার মুক্তগাছা থানার মধ্যপাড়ার ইব্রাহিম মিয়ার মেয়ে কবিতা (২৮), চট্টগ্রাম জেলার পাচলাইশ থানার বরদারহাট গ্রামের বৃষ্টি (২৫), গাজীপুর জেলার সদর থানার চান্দুরা গ্রামের মো. মোতালেব মিয়ার মেয়ে রিমি আক্তার (২২), যশোর জেলার শার্শা থানার কালিয়ানি গ্রামের মুজিবুর রহমানের রাবেয়া (২৫), নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার ওয়াবদা কলোনীর সিরাজ মিয়ার মেয়ে খাদিজা (২০), সিলেটের বিয়ানীবাজার থানার বোনা শালেশ্বর গ্রামের সাতর আলীর আব্দুল কুদ্দুস (৪২), সিলেটের গোলাপগঞ্জ থানার সালপাড় গ্রামের আব্দুল বাছিত (৩৫) ও সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার রুপচানের ছেলে মো. সুলতান আহমদ (৪০)।বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply