মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
দেশের উন্নয়নে মাইলফলক বসুন্ধরা গ্রুপের সিমেন্ট
অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে সিমেন্ট সরবরাহে নির্মাতা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে সেভেনটিন্থ ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেডের সঙ্গে গতকাল কিং ব্র্যান্ড সিমেন্টের চুক্তি স্বাক্ষরিত হয়
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, দেশের অধিকাংশ বড় প্রকল্পে ব্যবহার হচ্ছে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট। পদ্মা সেতুতে আমাদের সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। এবার অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু তৈরি হবে আমাদের কিং ব্র্যান্ড সিমেন্টে। আশা করি বাংলাদেশের উন্নয়নে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট একটি মাইলফলক হয়ে থাকবে।গতকাল অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে সিমেন্ট সরবরাহে সেতু নির্মাতা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে সেভেনটিন্থ ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেডের সঙ্গে কিং ব্র্যান্ড সিমেন্টের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং চায়না রেলওয়ে সেভেনটিন্থ ব্যুরো গ্রুপ কোম্পানির টিম লিডার জো ইওগু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিরোজপুরের চরখালী ফেরিঘাটে কচা নদীর ওপর নির্মাণ হচ্ছে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। এই সেতু তৈরিতে ব্যবহার হবে বসুন্ধরার কিং ব্র্যান্ড সিমেন্ট। এ ব্যাপারে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, কিং ব্র্যান্ড সিমেন্ট বাংলাদেশের বেসরকারি খাতের প্রথম সিমেন্ট কারখানা। রূপসা সেতু থেকে শুরু করে আরও অনেক উন্নয়ন কর্মকাণ্ডে এবং স্থাপনা নির্মাণে আমাদের এই কিং ব্র্যান্ড সিমেন্ট ব্যবহূত হয়েছে। আশা করি দেশের সব উন্নয়ন কর্মকাণ্ডেই আমাদের সিমেন্ট ব্যবহার হবে।
ঢাকা এবং মোংলায় আমাদের সিমেন্ট মিল রয়েছে। ইতোমধ্যে চট্টগ্রামে আমরা আরেকটি বড় ফ্যাক্টরি করতে যাচ্ছি। চুক্তির বিষয়ে চায়না রেলওয়ে সেভেনটিন্থ ব্যুরো গ্রুপ কোম্পানির টিম লিডার জো ইওগু বলেন, কিং ব্র্যান্ড সিমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা উন্নত প্রযুক্তি ও কাঁচামাল দিয়ে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ করতে চাই। সে ক্ষেত্রে কিং ব্র্যান্ড সিমেন্টের মতো গুণগত মানসম্পন্ন পণ্য এই সেতুকে আরও মজবুত করবে বলে আমরা বিশ্বাস করি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডিএমডি বেলায়েত হোসেন, ডিএমডি প্রকৌশলী এ কে এম মাহবুব-উজ-জামান, মেজর জেনারেল মাহাবুব হায়দার (অব.), চায়না রেলওয়ে সেভেনটিন্থ ব্যুরো গ্রুপের চিফ অ্যাকাউন্ট্যান্ট সিং জিহং, বসুন্ধরা গ্রুপের প্রেস অ্যান্ড মিডিয়া অ্যাডভাইজার আবু তৈয়ব, সিএফও মো. তোফায়েল হোসেন, সিএমও খন্দকার কিংশুক হোসেন প্রমুখ।
দেশের বেসরকারি খাতে সর্বপ্রথম কিং ব্র্যান্ড সিমেন্ট বাজারজাত করা হয়। ২৫ বছর ধরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যবহার হচ্ছে এ সিমেন্ট। অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু তৈরিতে এই সিমেন্ট ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়ার আগে গুণগত মান যাচাই করা হয়। চায়না সেন্ট্রাল ল্যাব থেকে সর্বোচ্চ গুণগত মান অর্জন করলে কিং ব্র্যান্ড সিমেন্টকে এই প্রকল্পে অংশীদার করে নির্মাতা প্রতিষ্ঠান। এই সেতুর দৈর্ঘ্য ১ দশমিক ৪৯ কিলোমিটার। এ প্রকল্পে প্রায় ৫০ হাজার মেট্রিক টন সিমেন্ট ব্যবহার হবে। সপ্তম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুতেও কিং ব্র্যান্ড সিমেন্ট ব্যবহার করা হয়েছিল।
Leave a Reply