বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালক ডা. বাকির হোসেনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে বদলি করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব স্বাক্ষরিত এক আদেশে এ বদলির নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় শেবাচিম হাসপাতাল পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন। তবে পরিচালকের আকস্মিক বদলিতে সংশ্লিষ্টদের মনে নানা প্রশ্নের জন্ম নিয়েছে। ডা. বাকির বলেন, ‘এভাবে বদলি আমিও চাইনি। কেন করা হলো তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। তবে সরকারি আদেশ মানতেই হবে।
এ দিকে, তার স্থলাভিষিক্ত হয়ে শেবাচিম হাসপাতালে আসছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ। শেবাচিম হাসপাতালের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাম্প্রতিক কয়েকটি বিষয় নিয়ে একটি মহলের কাছে পরিচালক সমালোচিত হন। তার বিরুদ্ধে বেশ কিছু অনিয়মও উঠে এসেছে। যে কারণে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সত্বেও অবসরের শেষ মুহূর্তে পরিচালক ডা. বাকিরকে চলে যেতে হচ্ছে।
Leave a Reply