বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। বিএমপি পুলিশ কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে রবিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। সভার শুরুতে বিগত মাসের তুলনামূলক মাসিক অপরাধ বিবরণী, থানায় বিরোধ নিষ্পত্তি ও গুরুত্বপূর্ণ মামলার খাতওয়ারী বিবরণী পর্যালোচনা করা সহ প্রদেয় নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বিএমপি কমিশনার সকলকে পেশাদারিত্বের সাথে জনসেবা নিশ্চিত করতে জোর তাগিদ সহ থানার প্রতিটি কার্যক্রম সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ, নির্ভেজাল ও কালিমামুক্ত ভাবে সম্পন্ন হচ্ছে কি-না তা মনিটরিং ও তদারকি করতে শীর্ষ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
এবিষয়ে কোন প্রকার দায়সারা ঢিলেঢালা নীতি পেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কঠোর হুঁশিয়ারী প্রদান করেন। তিনি বলেন, ন্যায় বিচার পেতে থানায় আসা সেবাপ্রত্যাশীদের মাঝে যেন পুলিশের প্রতি কোন প্রকার অনাস্থা তৈরি না হতে পারে, সে মর্মে আরও সজাগ থেকে দক্ষতার সাথে কাজ করতে হবে । প্রো-অ্যাক্টিভ পুলিশিং’র মাধ্যমে অপরাধ দানাবাঁধার আগেই তা দমন করতে হবে। মাঠে ময়দানে আমাদের শক্তিশালী নেটওয়ার্ক যথেষ্ট। করোনায় স্বাস্থবিধি অবশ্যই পলন করতে হবে।
নিয়মিত পুলিশিং’র পাশাপাশি পেন্ডামিক পুলিশিং এর ধারা অব্যাহত রেখে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে মাস্ক বিতরণ, স্বাস্থ্য সুরক্ষা বিধি পালনে প্রচার প্রচারণা অব্যহত রাখতে হবে।
সহকারী পুলিশ কমিশনার বিএমপি ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন নাসরিন জাহান’র সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার সদর-দপ্তর প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন এনামুল হক, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি খাঁন মোহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি মোঃ আকরামুল হাসান সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply