সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গারো পাহারে যাওয়ার সড়কের নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে বেশ কয়েকবার। তারই প্রমাণ মিললো এবার ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে। এতে দেখা গেছে- রাতের অন্ধকারে মুষলধারে বৃষ্টির মাঝেও ওই সড়কে নির্মাণ কাজ চলছে।
মূলত বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এই পাহাড়ের মন ছুঁয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে পর্যটকদের আরও কাছে নিয়ে যাওয়ার জন্য এবং সিলিকন লাল বালি, কয়লা ও খনিজ পদার্থ সহজে পরিবহনের সুবিধার্থে ৩১৬ কোটি টাকা ব্যয়ে শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দুর্গাপুর সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয় সরকার। যা হিসেব করলে প্রতি কিলোমিটারের বরাদ্ধ দাঁড়ায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা। কিন্তু বহু কাঙ্ক্ষিত সেই সড়কের নির্মাণ কাজে কোনো নিয়ম-নীতি মানা হচ্ছে না বলে অভিযোগ ছিলো।
এদিকে শুক্রবার (০৬ জুলাই) রাতে প্রচণ্ড বৃষ্টির সময় দুর্গাপুর নাজিরপুর মোড়ে পিছ ঢালাই এর কাজ চলতে থাকে। বৃষ্টি চলাকালীন রাস্তায় কাজ চলছে এমন একটি ভিডিও ফেইসবুকে আপলোড হলে এলাকার মানুষের মাঝে এটি ছড়িয়ে পড়ে। এমন দায়সারাভাবে কাজ করায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলছেন, এ ধরনের অনিয়ম মেনে নেওয়ার মতো না।
Leave a Reply