শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি আরও সম্প্রসারণ হতে যাচ্ছে। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে নতুন করে পাঁচজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে তিনজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং বাকি দুজনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হবে।
নতুন উপদেষ্টাদের মধ্যে রয়েছেন শেখ বশির উদ্দিন, মো. মাহফুজ আলম এবং চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। এরা প্রত্যেকেই তাদের নিজস্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শেখ বশির উদ্দিন আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী। মো. মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং তার রাজনৈতিক অভিজ্ঞতা সরকারের জন্য মূল্যবান হতে পারে। মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের অন্যতম প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, যিনি ছাত্র আন্দোলনসহ সমাজের নানা দিক নিয়ে সোশ্যাল মিডিয়াতে সক্রিয় ছিলেন।
এছাড়া, খোদা বকস চৌধুরী এবং ড. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খোদা বকস চৌধুরী বাংলাদেশের খ্যাতনামা আইনজীবী এবং রাজনীতিবিদ। ড. সায়েদুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টা শপথ নিয়েছেন। ৮ আগস্ট ১৪ জন উপদেষ্টার শপথ অনুষ্ঠিত হয়, তবে তিনজন বিদেশে থাকার কারণে সেদিন শপথ নেননি। পরবর্তীতে ১১ আগস্ট ২ জন, ১৩ আগস্ট ১ জন, এবং ১৬ আগস্ট ৪ জন নতুন উপদেষ্টা শপথ নেন, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি আরও প্রসারিত হয়েছে।
Leave a Reply