শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ অনিয়ম, দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন। সেবার মান বাড়াতে দুর্নীতিগ্রস্তদের অপসারণ করা হচ্ছে। ঢেলে সাজানো হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন।
জানা গেছে, মঙ্গলবার নানা অনিয়ম তুলে ধরে চার কর্মকর্তাকে স্থায়ী বরখাস্ত করা হয়। তারা হলেন- সিটি কর্পোরেশনের বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট আজিজুর রহমান শাহীন, হাটবাজার শাখার সুপারিনটেনডেন্ট নুরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ। এর আগে, ২০ আগস্ট সিটি মেয়রের ব্যক্তিগত সহকারী শাখাওয়াত হোসেন শাহিনকে স্থায়ী বরখাস্ত করা হয়।
আরো জানা গেছে, বিসিসিতে বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন ১৫ কর্মকর্তা। এর মধ্যে ১০ জন অভ্যন্তরীণ দুর্নীতিতে অভিযুক্ত। বাকি ৫ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। অন্যদিকে ২০ জন রয়েছেন ওএসডি।
বরিশাল সিটি কর্পোরেশনের পিআরও (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) স্বপন কুমার দাস বলেন, নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ পর্যন্ত ৪১ জনকে সাময়িক বরখাস্ত এবং ওএসডি করা হয়েছে। এর মধ্যে পাঁচজন চাকরিচ্যুত হয়েছেন। বরখাস্ত হওয়াদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
প্যানেল মেয়র গাজী নাইমুল ইসলাম লিটু বলেন, অভিযুক্তদের শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে নগরবাসীকে আরো অধিক সেবা দিতে পারবে বরিশাল সিটি কর্পোরেশন। নগর ভবনকে বিগত দিনের চেয়েও কার্যকর করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। যারা কর্পোরেশনের চাকরিকে নিজের আখের গোছানোর কাজে লাগিয়েছেন তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনছেন। সিটি কর্পোরেশন ঢেলে সাজানোর মাধ্যমে সেবার মান ও ধারা বৃদ্ধি করার চেষ্টা করছেন।
Leave a Reply