সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ ও সাময়িক বরখাস্ত করা হয়েছে।মঙ্গলবার (৯ জুলাই) সকালে নগর ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।১৪ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৬ জনকে বরখাস্ত, ৩ জনকে সাময়িক বরখাস্ত এবং পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বরখাস্তকৃতরা হলেন- ২২ নম্বর ওয়ার্ডের সচিব মাহবুব আলম, ২৪ নম্বর ওয়ার্ডের সচিব জহির আলম, ৪২ নম্বর ওয়ার্ডের সচিব মো. আক্তার হোসেন, ৩২ নম্বর ওয়ার্ডের সচিব মাহবুবুর রহমান, ৩৪ নম্বর ওয়ার্ডের সচিব মো. নাদিম হোসেন ও ৪৯ নম্বর ওয়ার্ডের সচিব মো. মুক্তার হোসেন।
মেয়র বলেন, সিটি কর্পোরেশন গঠিত হয়েছে নগরবাসীর সেবার জন্য। কিন্তু মানুষের সেবা না দিয়ে কতিপয় কর্মচারী, কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। এজন্য তিনজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৬ জনকে চাকরি থেকে অব্যাহতি এবং ৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এছাড়া কয়েকজন কর্মকর্তার কার্যক্রম নজরদারির মধ্যে রাখা হয়েছে।
তিনি বলেন, সিটি করপোরেশনে অনেক সৎ কর্মকর্তা-কর্মচারী আছেন। এর মধ্যে কিছু অসৎ ও দুর্নীতিবাজ কর্মকর্তাকে বারবার সংশোধন হবার সুযোগ দিলেও তারা তাদের অসৎ কাজ থেকে সরে যাননি। তাই আমি সাধারণ নাগরিকদের অভিযোগ ও প্রশাসনিকভাবে নিশ্চিত হয়ে দুর্নীতিবাজ এসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নিয়েছি।
Leave a Reply