বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: কেনার থেকে বেচায় অতিরিক্ত দাম রাখায় বরিশালে চার বিপণীবিতানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১ জুন) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ভৌমিকের নেতৃত্বে নগরের গীর্জা মহল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।জানা যায়, কেনা দামের থেকে অধিক দামে পোশাক বেচা এবং আমদানি করা পোশাকের বৈধ কোনো কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অসঙ্গতির কারণে নগরের গীর্জা মহল্লা এলাকার স্মার্ট ফ্যাশনকে ৫ হাজার টাকা, বৈশাখী শো-রুমের ম্যানেজারকে ১০ হাজার টাকা, পিটার ইংল্যান্টের ম্যানেজারকে ১০ হাজার টাকা ও নেক্সট প্লাসের ম্যানেজারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে আরো জানা গেছে, কেনার ৫৪ শতাংশ অধিক দামে কাপড় বেচার প্রমাণ পাওয়া গেছে এ অভিযানে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামসহ র্যাব-৮ এর সদস্যরা উপস্থিত ছিলেন।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ভৌমিক।
Leave a Reply