মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঠাকুরগাঁওয়ে হত্যার অভিযোগে এক কলেজ ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশের বাড়ির এক বৃদ্ধাকে প্রহার করার সময় আরেক প্রতিবেশী এগিয়ে আসলে কলেজ ছাত্রী বৃদ্ধার ঐ সাহায্যকারীকে হত্যা করে বলে জানা যায়।
ঐ কলেজ ছাত্রীর নাম জাবেদা। সে রানীশংকৈল উপজেলায় পদমপুর শালবাড়ী গ্রামের মোজাম্মেল হোসেনে এর মেয়ে। জাবেদা পাশের বাড়ির বৃদ্ধা সুফিয়া বেগমকে (৮০) মারধর করার সময় প্রতিবেশী আজগর আলীর ছেলে আব্দুল লতিফ বৃদ্ধাকে বাঁচাতে গেলে জাবেদা আব্দুল লতিফের অণ্ডকোষ চেপে ধরলে ঘটনাস্থলে আব্দুল লতিব এর মৃত্যু হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, শুক্রবার (০৮ মে) সকাল ৬ টার সময় আব্দুল লতিফ ফজরের নামাজ পড়ে বাসায় যাওয়ার সময় দেখেন বৃদ্ধা সুফিয়া বেগমকে তার বাসার সামনে রাস্তায় মারপিট করছিল জাবেদা। আব্দুল লতিফ বৃদ্ধা কে বাঁচাতে গেলে জাবেদা বৃদ্ধাকে ছেড়ে দিয়ে আব্দুল লতিফের অণ্ডকোষ চেপে ধরে। আব্দুল লতিফ ঘটনাস্থলেই মূত্যুবরণ করেন। প্রতিবেশিরা জানান,মৃত আব্দুল লতিফের স্ত্রীসহ দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। একমাত্র তার উপার্জনের টাকায় পরিবার চলতো আব্দুল লতিবের।
রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনাটি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, অভিযুক্ত জাবেদাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply