মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠা অজ্ঞান পার্টির ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে বেশ কিছু ওষুধ ও মলম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাজধানীর মহাখালীর আরজত পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. জাহিদ আহসান এ তথ্য জানান।
গ্রেফতাররা হলো- মো. রুবেল (২৬), মো. উজ্জ্বল শুকুর (২৬), মো. সাদ্দাম হোসেন (২৮), মো. জলিল (৪০), মো. রানা শেখ (৩২) ও মো. বিল্লাল হোসেন।
জাহিদ আহসান জানান, এই চক্রের মেইন টার্গেট থাকে দূর-দূরান্তের যাত্রীরা। বাস, রিকশা, ভ্যান বা বেবিট্যাক্সিতে চলাচলের সময় তারা যাত্রীদের পাশাপাশি অবস্থান নেয়। পরে সুযোগ মতো ওষুধ, কেমিকেল বা মলম তাদেরকে অজ্ঞান করা এবং সাময়িক অন্ধত্ব বা দৃষ্টিভ্রমের সৃষ্টি করে। ঠিক এই সময়ের মধ্যে অন্যান্য সহযোগীরা যাবতীয় সরঞ্জামাদি, টাকা-পয়সা, মোবাইল, অলংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
Leave a Reply