রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক ॥ নানা নাটকীয়তা ও হিসেব-নিকেশের মধ্য দিয়ে অবশেষে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলো বাংলাদেশ নারী দল। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের ফলে নিজেদের নিয়ন্ত্রণে ছিল না টুর্নামেন্টে তাদের পরবর্তী অবস্থান। তবে ভাগ্য সহায় হলো, থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং তাণ্ডব সত্ত্বেও মাত্র ০.০১ নেট রান রেটের ব্যবধানে বাংলাদেশ টিকিট পেল বিশ্বকাপের মূলপর্বে।
শনিবার (১৯ এপ্রিল) লাহোরে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নারী দল থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য মাত্র ১০.৫ ওভারে পূরণ করে নেয়। ঝড়ো ইনিংস খেলেন দলটির অধিনায়ক ম্যাথুজ এবং চিনেল হেনরি। ম্যাথুজ মাত্র ২৯ বলে ২ ছক্কা ও ১১ চারের সাহায্যে ৭০ রান করেন, আর হেনরি ১৭ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৪৮ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন।
তাদের এই বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্সেও শেষ রক্ষা হলো না। ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে সামান্য ব্যবধানে এগিয়ে রইল বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের নেট রান রেট দাঁড়ায় +০.৬৪ আর ওয়েস্ট ইন্ডিজের +০.৬৩—এই সামান্য পার্থক্যই ঠিক করে দেয় বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার টিকিট।
এর আগে বাংলাদেশের আশা ছিল থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ যদি অনেক কম সময়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে, তাহলে বাংলাদেশ বাদ পড়বে। ওয়েস্ট ইন্ডিজ যদিও সেই লক্ষ্যে দারুণভাবেই এগিয়েছিল, তবে শেষ অবধি বাংলাদেশের ভাগ্যই তাদের সঙ্গ দিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছে, নারী দলের এই সাফল্য দেশের নারী ক্রিকেটের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মূল পর্বে জায়গা করে নেওয়া একটি দারুণ অর্জন।
দেশের ক্রীড়ামোদী মানুষও এই সাফল্যে উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে অভিনন্দনের জোয়ার। নারী ক্রিকেটের এই লড়াকু মনোভাব ও সাহসিকতা ভবিষ্যতে বাংলাদেশকে আরও অনেক সাফল্য এনে দেবে—এমনটাই আশা সকলের।
Leave a Reply