বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন
হিজলা প্রতিনিধি ॥ রিশালের হিজলা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে “উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৪” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় হিজলা উপজেলা পরিষদ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল আলম মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলী আহমেদ খান।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে সাহান শাহ চৌধুরী সামু, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন কাশেম এবং উপজেলা ক্রীড়া সংস্থার কোচ জহিরুল আলম নবু উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা খেলা উপভোগ করতে মাঠে সমবেত হন।
টুর্নামেন্টের প্রথম ফাইনাল ম্যাচে বালিকাদের খেলায় চরকুশরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একমাত্র গোলের ব্যবধানে (১-০) হাসান মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় উভয় দলই আক্রমণাত্মক পারফরম্যান্স দেখালেও শেষ পর্যন্ত চরকুশরিয়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়।
পরবর্তী ম্যাচে বালকদের ফাইনালে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর একতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারের মাধ্যমে।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল আলম মৃধা জানান, “এই টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। বিজয়ী দুটি বিদ্যালয় পরবর্তী সময়ে জেলা পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।”
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, “খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা ও একতা শিখে। উপজেলা পর্যায়ের এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।”
ফাইনাল খেলাগুলো শেষে বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply