বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
বুধবার (১৯ আগস্ট) এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, করোনাভাইরাসের সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নিজ নিজ বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার মাধ্যমে এবার পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
এদিকে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিজেদের অবস্থান স্পষ্ট করলেও অষ্টম শ্রেণি শেষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার বিষয়ে এখনো নিজেদের অবস্থান জানাতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়।
Leave a Reply