সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি:
অসুস্থ হওয়ার পর বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তারের অবহেলায় আ.ছত্তার হাওলাদার নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে গিয়ে এমন অভিযোগ পাওয়া যায়। মৃত ছত্তার সদর উপজেলার ৯ নম্বর এম.বালীয়াতলী ইউনিয়নের মৃত মোবারক আলী হাওলাদারের ছেলে।
মৃত্যু ব্যক্তির স্বজন ইউনুস আলী ও আবদুল লতিফ জানান, ‘ছত্তার অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে নিয়ে হাসপাতালে আসি। হাসপাতালে আসার ঘণ্টা খানেক পার হলেও কোনো ডাক্তার রোগীকে দেখতে আসেনি। অবশেষে বিনা চিকিৎসায় ছত্তার মারা যায়।’
রোগীর ভর্তির সময় কর্তব্যরত ডাক্তার ছিলেন মাহামুদুল হাসান বলেও জানান তারা।
এ ব্যাপারে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব উদ্দীন বলেন, ‘রোগীর অবস্থা বেশি ভালো ছিল না। তিনি অবশ্যই মারা যেতেন।এখানে ডাক্তারের কোনো ভুল নেই’—বলেও দাবি করেন তিনি।
Leave a Reply