বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১২ কোটি ৭৫ লাখ ৩২ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সব থানা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ টাকা শিক্ষকদের দেওয়ার অনুমতি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ২০১৯-২০২০ অর্থবছরে বাজেটে শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা হিসেবে দেওয়া হবে এ টাকা।
শনিবার (২০ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, ২০১৯-২০২০ অর্থবছরে বাজেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ খাতে বরাদ্দকরা টাকা থেকে এ ভাতা দেওয়া হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে শিক্ষকদের টাকা বুঝিয়ে দিয়ে খরচ না হওয়া টাকা ফেরত দিতে বলা হয়েছে উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে এ টাকা দিতে হবে।
এছাড়া খরচের বিবরণী অ্যাকাউন্টিং ইনফনমেশন সিস্টেমে এন্ট্রি করতে বলা হয়েছে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের। আদেশে আরও বলা হয়েছে, এ টাকা থেকে বকেয়া দেওয়া যাবে না। সরকারি বিধি মেনে কর্মকর্তাদের টাকা খরচ করতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
Leave a Reply