শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ১৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৭ হাজার ৬৪৮ সেট নতুন বই বিতরণ প্রস্তুতি শেষ করেছে উপজেলা শিক্ষা অফিস।
১ জানুয়ারি বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে এরই মধ্যেই উপজেলার স্কুলগুলোতে বই পৌঁছে গেছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন অধিকারী।
শিক্ষা অফিসার জানান, সরকারের বিনা মূল্যের বই বিতরণের জন্য উপজেলার ১৮০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৯৮ হাজার ৯৮ সেট নতুন বইয়ের চাহিদা রয়েছে। নতুন বই উপজেলায় আসার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট স্কুলের চাহিদা অনুযায়ী বিতরণ করা হয়েছে।
২০২১ সালের ১ জানুয়ারি সরকারের বই উৎসবে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বই বিতরণের পরেই স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
তিনি আরো বলেন, বই উৎসবে কোনো শিক্ষার্থীর কাছ থেকে টাকা আদায় করা হলো বা চাইলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সব শ্রেণির জন্য স্কুলে আলাদা রুমে বুথ তৈরি করা হবে। ওই সব বুথে শিক্ষার্থী বা তাদের অভিভাবকগণ সামাজিক দূরত্ব মেনে নতুন বই সংগ্রহ করতে পারবেন।
Leave a Reply