মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিলেটের বিশ্বনাথে শালিশ বৈঠকে যাওয়া না যাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ২০জন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় উপজেলার অলংকারি ইউনিয়নের মনুকুপা গ্রামের আব্দুল হামিদ (৬০) ও একই গ্রামের নূরুল ইসলাম (৪৫) লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আব্দুল হামিদ’র পক্ষের স্থানীয় মসজিদের মোতাওয়াল্লি হাজী মখলিছ মিয়া (৫৮) ও নুরুল ইসলামের পক্ষের ওয়ারিছ আলী (৬০) নিহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা। তিনি জানান, মঙ্গলবার (২৩ জুন) এক শালিশ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে একপক্ষ উপস্থিত থাকলেও অন্যপক্ষ উপস্থিত হয়নি। এনিয়ে দুপক্ষের কথাকাটি হয়। এর জেরে দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুইজন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহতও হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ৩ জনকে আটক করেছে বলেও জানান ওসি
Leave a Reply