সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে লুকিয়ে রাখা তিন ট্রাঙ্ক সিল না–মারা ব্যালটপেপার উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) দুপুরে হলের একটি কক্ষ থেকে ব্যালটপেপারগুলো উদ্ধার করে শিক্ষার্থীরা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ভোট শুরুর আগে সব প্যানেলের প্রতিনিধিদের সামনে নয়টি ভোটবাক্সের মধ্যে ছয়টি দেখিয়েই ভোটগ্রহণ শুরু করতে চায় কর্তৃপক্ষ। কিন্তু এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায় উপস্থিথ শিক্ষার্থীরা। অপর তিনটি ভোটবাক্স কেনো দেখানো হয়নি তা জানতে চায় তারা। এ নিয়ে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।
রোকেয়া হলের শিক্ষার্থীরা বলেন, পাশের একটি কক্ষে ওই তিনটি বাক্স রাখা হয়েছে বলে জানা গেলে দরজা ভেঙে সেগুলো বের করে আনা হয়।। ওই বাক্সগুলোর তালা ভেঙে দেখা যায় সেগুলো ব্যালটপেপারে ভরা। তবে সেগুলোয় কোনো সিল দেওয়া ছিলো না।
Leave a Reply