রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষি দিবস পালন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৯ মে) দুপুর ৩টায় র্যালী বের করেন তারা।যা নগরীর সদর রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্সএ গিয়ে শেষ হয়। পরে পুলিশ লাইন্স এর ড্রীল সেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নৌ বাহিনী, র্যাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে শহীদ মিনার চত্ত্বরে বেলুন-ফেস্টু ও পায়ড়া উড়িয়ে শান্তিরক্ষি দিবসের কার্যসূচির উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার-পিপিএম বার, শাহাবু্িদন খান।
এদিকে মহানগর পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বরিশাল শেখ হাসনা সেনা নিবাসের পরিচালক লেঃ কর্ণেল শাহেদ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (হেড কোয়ার্টার) হাবিবুর রহমান খান, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হাবিবুর রহমান প্রাং, জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, আর.আর.এফ কমান্ডেন্ট অফিসার হারুন অর রশিদ, বরিশাল আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রেজাউল করিম, ইউনিসেফ প্রতিনিধি জামিল হাসান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশ, সেনা ও নৌ বাহিনী বিশ্বের যুদ্ধবিদ্ধস্ত দেশগুলোতে শান্তি রক্ষায় কাজ করছে। তারা নিজেদের জীবন বিপন্ন করে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। এতে সারা বিশ্বে বাংলাদেশের নাম ছড়িয়ে পড়ছে। বিশ্বের দরবারে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাড়িয়েছে।এর পূর্বে অর্থাৎ আলোচনা সভা শুরুর আগে জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে দায়িত্বপালনকালে নিহত পুলিশ সহ সকল বাহিনীর সদস্যদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালণ করা হয়।
Leave a Reply