মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরগুনার রিফাতের প্রকাশ্যে নৃশংস হত্যার বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি এবং বরিশাল নগরের রসুলপুরে শিশু ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্তসহ ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করা হয়েছে।রোববার (৩০ জুন) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নিলিমা জাহান, বিশ্ববিদ্যালয় আহ্বায়ক হাসিবুল ইসলাম প্রমুখ।মানববন্ধনে বক্তারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত অপরাধীরা স্থানীয় প্রশাসনের সহায়তায় নির্বিঘ্নে চলাচল করার সুযোগ পাচ্ছে। অপরাধীদের রক্ষার জন্য রাজনীতিবিদরা পর্যন্ত পক্ষপাতিত্ব করছে। এ অচলাবস্থা থেকে বের হয়ে সব অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।
Leave a Reply