বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি।। প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয়র শ্রেষ্ঠ সন্তান ২০ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুইদিব্যপি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ বক্তব্যকালে বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,ম্যানেজিংকমিটি ও শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন,আমাদের উপজেলায় গর্ব করার মত একটি বিদ্যালয় আছে যেটা কাছ থেকে না দেখলে বুজতে পারতাম না। আগামী দিনে বিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখবো।
সমাপনি অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধ মোঃ আব্দুল জলিল হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, শিক্ষা অফিসার আকবর কবির, সহকারি শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, রহমতপুর মাঃ বিদ্যালয় প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন।
Leave a Reply