যাত্রীদের সেবা দিতে নতুন আঙ্গিকে বিলাসবহুল নৌ-যান অ্যাডভেঞ্চার-৫ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




যাত্রীদের সেবা দিতে নতুন আঙ্গিকে বিলাসবহুল নৌ-যান অ্যাডভেঞ্চার-৫

যাত্রীদের সেবা দিতে নতুন আঙ্গিকে বিলাসবহুল নৌ-যান অ্যাডভেঞ্চার-৫




খান আব্বাস ॥ বেশ কিছু দিন বন্ধ থাকার পর নতুন আঙ্গিকে পুনরায় যাত্রা শুরু করতে যাচ্ছে অত্যাধুনিক বিলাসবহুল ক্যাটামেরিন অ্যাডভেঞ্চার-৫। গত ১ মাস বন্ধ থাকার পর নৌযানটি পুনরায় আগামী ৮ আগস্ট থেকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে এসে পুনরায় নিয়মিত বরিশাল-ঢাকা নৌপথে চলাচল করবে। যাত্রীসেবার মান বাড়াতে দ্রুততার সাথে যাত্রীদের সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌছে দিতে অত্যাধুনিক ইঞ্জিন পরিবর্তণের কারনে গত ১ মাস ধরে এ নৌযানটি বন্ধ ছিল। পরে অত্যাধুনিক ইঞ্জিন লাগানোর পর আগামী ৮ আগস্ট থেকে যাত্রী সেবায় পুনরায় নৌযানটি চলাচল শুরু করবে। এছাড়া যাত্রীদের সুবিধার্থে পুরো নৌযানটি আরো ঢেলে সাজানো হয়েছে। টিকিটের সহজলভ্যতার জন্য ঢাকার ও বরিশালে ৬টি অফিস খোলা হয়েছে। ঢাকার সদরঘাটের লালকুটির ঘাট, কারওয়ান বাজারের কানাডা-বাংলা সিএনজি স্টেশন, মহাখালীর আর্জবপাড়া ইউরেকা এন্টারপ্রাইজ ও রামপুরার মোল্লা টাওয়ার এবং বরিশালের প্যারার রোড ডা. নওয়াব ম্যানশনের ২য় তলায় ও সিএন্ডবি রোড রাবেয়া ম্যানশন থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবে। এছাড়া ঈদের পূর্বেই বরিশাল নগরীর রূপাতলী, নথুল্লাবাদ, চৌমাথা ও লঞ্চঘাটে আরো ৪টি শাখা অফিস চালু হচ্ছে। বিলাসবহুল ও প্রযুক্তিনির্ভর এই নৌযানের প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজাম শিপিং লাইন্স লিমিটেড। যাত্রীদের যাত্রা নিরাপদ, আরো আরামদায়ক ও সেবার মান বাড়াতে অ্যাডভেঞ্চার-৫ নৌযানটি নতুন করে নির্মাণ ও নতুন সাজে সজ্জিত করে তৈরি করা হয়েছে। দ্বিতল নৌযানটিতে আসন সংখ্যা রয়েছে ৫৮৫টি। পুরো নৌযানটি শীতাতপ নিয়ন্ত্রিত। সমুদ্রগামী জাহাজের আদলে তৈরি নৌযানটিতে যাত্রীদের আকৃষ্ট করতে ক্যাফেটেরিয়া, নামাজের স্থান এবং ওয়াইফাই সুবিধাসহ রাখা হয়েছে বিনোদনের ব্যবস্থা। অ্যাডভেঞ্চার-৫ নৌযানের আসনগুলো বিমানের সিটের আদলে তৈরি। এর সৌন্দর্য বৃদ্ধিতে বিদেশি পেশাদার ইন্টেরিওর ডিজাইনারদের দিয়ে করিডোর, বারান্দাসহ ভেতরের বিভিন্ন অংশে নান্দনিক ডিজাইন ও ডেকোরেশন করানো হয়েছে। এসব নকশা ও কারুকাজে যে কারও মন কাড়বে। এছাড়া ব্যয়বহুল ও দৃষ্টিনন্দন আসবাবপত্রে সাজানো পুরো নৌযানটি। এর বাইরের দিকে রয়েছে সুবিশাল বারান্দা। সেখানে দাঁড়িয়ে নদী, পানি, আকাশ আর আশপাশের মনোরম দৃশ্য দেখার ব্যবস্থা রয়েছে। যাত্রীরা তার নিজস্ব আসনে বসেই বাইরের নয়নাভিরাম দৃশ্যাবলি উপভোগ করতে পারবেন। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর বিলাসবহুল এই নৌযানটি নগরীর অদূরে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় এলাকাসংলগ্ন কীর্তনখোলা নদী তীরে শিপ বিল্ডার্স লিমিটেডের ডকইয়ার্ড ও খুলনা ডকইয়ার্ডে নতুন করে নির্মাণ ও নতুন সাজে সজ্জিত করা হয়। অ্যাডভেঞ্চার-৫ নিজাম শিপিং লাইন্স লিমিটেড কোম্পানির তৃতীয় নৌযান। অ্যাডভেঞ্চার-১ ও অ্যাডভেঞ্চার-৯ নামে আরও দুটি লঞ্চ বরিশাল-ঢাকা নদীপথে চলাচল করছে। গত তিন বছর পূর্বে অ্যাডভেঞ্চার-৫-এর নির্মাণ কাজ শুরু হয়। গত ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে এটি চলাচল শুরু করে। কিন্তু কয়েকদিন পর অবকাঠামোগত কিছু ত্রুটি ধরা পড়ে। ত্রুটিগুলো শুধরানোর জন্য ফের নতুন করে নির্মাণ কাজ শুরু হয়। প্রায় এক বছর ধরে নতুন করে নির্মাণ ও নতুন সাজে সজ্জিত করা হয়েছে। অ্যাডভেঞ্চার-৫ নৌযানটি ১৩২ ফুট থেকে বাড়িয়ে ১৫২ ফুট দৈর্ঘ্য করা হয়েছে। প্রস্থ করা হয়েছে ৪৩ ফুট। এতে করে যাত্রী ধারণক্ষমতা এবং সুবিধা অনেক বেড়েছে। যাত্রীদের নিরাপত্তায় নৌযানে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি) স্থাপন, বয়া, লাইফ জ্যাকেট ও নিজস্ব নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। যাত্রীদের জন্য রয়েছে উন্মুক্ত ওয়াইফাই ব্যবস্থা। এতে চার ক্যাটাগরির আসন বিন্যাস করা হয়েছে। বরিশাল থেকে বিকেল ৩টা ও ঢাকা থেকে সকাল সাড়ে ৮টায় চলাচলকারী নৌযানটিতে ভিআইপি জোনে প্রতি আসনের ভাড়া ১ হাজার ১শত টাকা, প্রিমিয়াম ক্লাস ১ হাজার টাকা, বিজনেস ক্লাস ৯০০ টাকা এবং ইকোনোমি ক্লাস ৭০০ টাকা। উচ্চক্ষমতা সম্পন্ন ইঞ্জিন থাকায় এ নৌযানটি ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টার মধ্যে যাত্রীদের তার গন্তব্যে পৌঁছে দেবে। অ্যাডভেঞ্চার-৫ নৌযানটির হুইল হাউজে (চালকের কক্ষ) সম্পূর্ণ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর যন্ত্রাংশ সংযোজন করা হয়েছে। এর রাডার-সুকান ‘ইলেক্ট্রো ম্যাগনেটিক’ ও ম্যানুয়াল দ্বৈত পদ্ধতির। একইসাথে আধুনিক রাডার ছাড়াও জিপিএস পদ্ধতি সংযুক্ত করা হয়েছে। ফলে নৌযানটির চলাচলরত নৌপথের এক বর্গ কিলোমিটারের মধ্যে গভীরতা ছাড়াও এর আশপাশের অন্য যেকোনো নৌযানের উপস্থিতি চিহ্নিত করতে পারবে। এমনকি ঘনকুয়াশার মধ্যেও নির্বিঘেœ চলাচল করতে পারবে। জাহাজে কয়েক স্তর বিশিষ্ট স্টিলের মজবুত তলদেশ থাকায় দুর্ঘটনায় তলদেশ ফেটে ডুবে যাওয়ার আশঙ্কা নেই। অর্থাৎ এ জাহাজটিতে সম্ভাব্য সবধরনের প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা মোকাবিলায় সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে। তিনি আরো জানান, নতুন এই লঞ্চ যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা নতুন একটা ধাপে নিয়ে যাবে। আমরা আত্মবিশ্বাসী, নৌযানটি যাত্রীদের চমকে দেবে। সব শ্রেণির ভাড়া যাত্রীদের আয়ত্বের মধ্যে রয়েছে। নিজাম শিপিং লাইন্স লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরিশাল মেট্রোপলিন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নিজাম উদ্দিন জানান, যাত্রীদের সেবায় নৌযানটি নিয়মিতভাবে চলাচল করবে। যাত্রীদের সুবিধার্থে পুরো নৌযানটি আরো ঢেলে সাজানো ও দ্রুততার সাথে গন্তব্যে পৌছে দিতে ইঞ্জিন পরিবর্তণের কারনে গত ১ মাস বন্ধ ছিল। নৌযানটি বন্ধ থাকায় তিনি যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD