শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি মোটরসাইকেল উল্টে সড়কে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের ভেতর থেকে হাজার হাজার পিস ইয়াবা মাটিতে ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
রোববার রাতে বাজারের সুলতান সুপার মার্কেটের সামনের সড়ক থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াবাগুলো ফেনী থেকে মোটরসাইকেলে ভেতরে রেখে পাচার করা হচ্ছিল। দাগনভূঞার নিউ সুলতান মার্কেটের সামনে এক ব্যক্তিকে ওই মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি রাস্তায় উল্টে পড়ে গেলে ভেতর থেকে হাজার হাজার পিস ইয়াবা মাটিতে ছড়িয়ে পড়ে।
তখন মোটরসাইকেল আরোহী দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মোটরসাইকেলটি জব্দ করে ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল জানান, উদ্ধারকৃত ইয়াবা ও পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ীকে শনাক্তের চেষ্টা চলছে। তবে কতগুলো ইয়াবা কুড়িয়ে পাওয়া গেছে তাৎক্ষণিক তা জানাতে পারেনি পুলিশ।
Leave a Reply