বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০১ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। মেহেন্দিগঞ্জ পুর্ব শত্রুতার জের ধরে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২ টার দিকে উপজেলার খাজুরিয়া ইউনিয়নে ঘটেছে।
এতে আহত হলেন ওই ইউনিয়নের বাবুল সিকদারের পুত্র ও কাজির হাট একতা ডিগ্রি কলেজের ৩য় বর্ষের ছাত্র ইউনিয়ন ছাত্র লীগ নেতা সোহেল রানা (১৭)। আহত সুত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে কাজিরহাট একতা ডিগ্রি কলেজের মডেল টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দরিচর খাজুরিয়া ইউনিয়নের গাজির হাট বাজারের শামীম কাজির ইলেকট্রনিক্স দোকানের সামনে পৌঁছামাত্র পূর্বে থেকে ওৎপেতে থাকা একই এলাকার বাবুল বেপারী রুবেল বেপারী নিজাম বেপারী সেকান্দার বেপারী শাহ আলম বেপারী সহ ৭/৮জনে মিলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সোহেল রানার উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। সোহেল রানার ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানান আহতর পরিবার।
Leave a Reply