শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধি :
মুলাদীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার পৌর সদরের চরডিক্রী গ্রামের দেলোয়ার হোসেন সিকদারের পুত্র ইলিয়াস হোসেন (২৭) সাপের কামড়ে মারা যায়।
স্বজনরা জানান বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ইলিয়াস পাশ্ববর্তী বিলে ঘাস কাটতে গেলে সাপ তার হাতে আঘাত করে। পরে ইলিয়াস ঘাস নিয়ে বাড়ি ফিরে ঘরের লোকজনদের জানায় তার হাতে সাপ কিংবা গুই সাপে কামড় দিয়েছে। এসময় স্বজনরা তাকে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস মারা যায়।
এব্যাপারে কর্তব্যরত ডাক্তার উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান জানান বিষধর সাপের কামড়ে ইলিয়াসের মৃত্যু হয়েছে।
Leave a Reply