সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন
আমতলী প্রতিনিধি॥ মিষ্টি খেয়ে সর্বস্ব হারিয়েছেন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দরের সোহরাফ মৃধা (৫৫)। ভিকটিম এখনো অজ্ঞান অবস্থায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাপ্তাহিক হাটে কাঁচা বাজার কিনতে যান সোহরাফ মৃধা। বেলা ১১টার দিকে ওই হাটে এক লোকের সাথে পরিচয় হয় তার। তারপর ওই ব্যক্তি তাকে মিষ্টি খেতে দেন। মিষ্টি খাওয়ার কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপর তার সব লুট করে নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।
খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পাঁচ ঘণ্টা পরেও বেলা ৪টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।
সোহরাফ মৃধার ভাতিজা আব্দুল বাতেন দেওয়ান বলেন, অজ্ঞান পার্টির লোকজন মিষ্টির সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চাচার সবকিছু লুটে নিয়ে গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: হিমাদ্রি রায় বলেন, তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। আমতলী থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply