বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন
মির্জাগঞ্জ প্রতিনিধি॥ কুয়াশা ঢাকা শীতের সকালে হিমেল হাওয়ায় তীব্র শীত উপেক্ষা করে পটুয়াখালীর মির্জাগঞ্জে মুগডালের বীজ বপনের ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। বিস্তীর্ণ মাঠ জুড়ে মুগডাল আবাদের ধুম চলছে। ভোরের আলো ফুটতেই কোমর বেঁধে ফসলের মাঠে নেমে পড়ছেন কৃষকরা।
জমি চাষের কাজ চলছে পুরোদমে। ট্রাক্টর পাওয়ার টিলার দিয়ে চলছে জমি চাষের কাজ। উপজেলা সদর মির্জাগঞ্জ, কাকাড়াবুনিয়া, মাধবখালী, মজিদবাড়িয়া, দেউলীসহ উপজেলার কৃষকরা মুগডাল আবাদের জন্য জমি তৈরি করে বীজ রোপণ করা শুরু করেছেন। মির্জাগঞ্জ ইউনিয়নের মধ্য মির্জাগঞ্জ গ্রামের কৃষক মতিউর রহমান বলেন, এবার তিনি ১০ বিঘা জমিতে মুগডাল আবাদ করেছেন। ইতোমধ্যে ৬ বিঘা জমির চাষ সম্পন্ন হয়েছে। দু-একদিনের মধ্যেই বাকি বীজ বপন করা সম্পন্ন হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে ৬ হাজার হেক্টর জমিতে মুগডাল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন বলেন, মুগ ডাল চাষ করা অনেক সহজ। কৃষকরা মুগডাল চাষে আগ্রহ বেশি। মাঝখানে অনাকাঙ্ক্ষিত শৈত্য প্রবাহ বৃষ্টির কারণে মুগডাল আবাদের কিছুটা ব্যাঘাত ঘটলেও যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা পূরণ হবে আশা করি।
Leave a Reply