মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার,গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে রোববার রাতে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তদের হামলায় পুলিশ কনস্টবল ফাহাদ হোসেন রক্তাক্ত জখম হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ হামলাকারীদের মধ্যে মাইদুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে। এ ঘটনায় সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, রবিবার রাতে তদন্ত কেন্দ্রের এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রী কালিন অভিযানে বের হয়। এ সময় সরিকল বাজারের লিমন খানের দোকানের সম্মুখে বসে গাঁজা সেবন করছিল রুবেলসহ ৪ থেকে ৫ জনে।
তাদের গাঁজা সেবনে বাঁধা দিলে সাদকাসক্তরা স্ব-মিলের কাঠ দিয়ে পুলিশ সদস্য ফাহাদকে এলোপাতালী ভাবে পিটিয়ে জখম করে। তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
Leave a Reply