বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দর ঐতিহ্যবাহী একটি বন্দর।
এই বন্দরের অনুন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে আজ বিকেলে হঠাৎ বৃষ্টিতে টরকি বন্দর এর চেহারা পাল্টে গেছে। এটা কি বন্দর না নদী দেখে বোঝার উপায় ছিল না। এই বন্দরের ড্রেনের অবস্থা খুবই নাজুক সব জায়গায় ড্রেনের ঢাকনা না থাকার কারণেম ময়লা আবর্জনায় ড্রেন ভরে গেছে। যে কারনে একটু বৃষ্টিতেই তলিয়ে গেছে পুরো বন্দর।
অনেক দোকানের ভিতর ও পানি ঢুকতে দেখা গেছে যে কারণে মালামাল ভিজে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বন্দরের ব্যবসায়ী সোহাগ সরদার জানান অনুন্নত ড্রেনের কারণে একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় পুরো বন্দর। এবং বন্দরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ।
কিছু কিছু জায়গায় ব্যবসায়ীরা নিজের অর্থায়নে রাস্তাঘাট মেরামত করলেও পৌরসভা থেকে নেওয়া হয়না কোন উদ্যোগ। যে কারণে দিনে দিনে এই বন্দরে ক্রেতাদের সমাগম আগের তুলনায় অনেক কমে গেছে। এই বন্দরের রাস্তাঘাট এবং ড্রেনের ব্যাপারে নজর না দিলে ঐতিহ্যবাহী এই বন্দর তার নিজস্ব ঐতিহ্য হারিয়ে ফেলবে এবং ক্ষতির সম্মুখীন হবে এই বন্দরের ব্যবসায়ীবৃন্দ।
এবং এই বন্দরকে কেন্দ্র করে যারা নিজেদের জীবিকা নির্বাহ করে তারা সবাই। টরকী বন্দরের ব্যবসায়ীবৃন্দ এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তান্তর কামনা করছেন।
Leave a Reply