রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ “সাগর পাড়ের মানু মোরা, কলাপাড়া বাড়ি। করি নাও ডিঙিতে চলাফেরা, নাইরে ঘোরা গাড়ি”। বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উপলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে চ্যানেল আই সেরা কন্ঠ শিল্পী কলাপাড়ার কৃতি সন্তান সাগর রায় পরিবেশন করেন এ আ লিক গানসহ একাধিক মৌলিক গান। শনিবার মধ্য রাতে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এসব গানে গানে আনন্দ উল্লাসে মেতে ওঠে উপকূলীয় উপজেলা কলাপাড়ার সর্বস্তরের মানুষ। এসময় জমকালো আশতবাজিতে বর্নিল হয়ে ওঠে উপকূলের আকাশ।
এর আগে সন্ধ্যায় খানাবাদ ডিগ্রী কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম শাহিনের পরিচালনায় রাখাইন শিল্লীসহ বিএনসিসি শিল্পীদের নানা আয়োজন দর্শকদের হৃদয়ে গাঁথে। ‘জেগো ওঠো বাংলাদেশ’ গান ও নৃত্যের সাথে ভেসে ওঠে জাতীয় পতাকা। এসময় কন্ঠ শিল্পী ময়নাও বেশ কয়েকটি গান করেন। এছাড়া কলাপাড়া শিল্পী গোষ্ঠির শিল্পীরা বেশ কয়েকটি নৃত্যসহ ডিজিটাল বাংলাদেশের উপর নানা নাতির নাটিকা পরিবেশন করেন। অনুষ্ঠানে পুতুল নাচ পরিবেশন করেন কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের প্রধান আকর্ষন ছিল দর্শক পর্ব। বাছাইকৃত দর্শকের বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় অভিনয় করানো হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানে আকর্ষিকভাবে উপস্থিত হন বিআরটিএর চেয়ারম্যান কামরুল হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রাকিবুল আহসান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভির সীমাসহ উপকূলের প্রায় কয়েক হাজার মানুষ।
Leave a Reply