শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি:ভোলায় আলোচিত স্কুল কক্ষ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ গাইড বই উদ্ধারের ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে বই বিক্রেতা কামালের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় তিনি হাসান বুক হাউজের মালিক মো. কামাল হোসেনের বিরুদ্ধে স্কুল কক্ষে গোপনে নিষিদ্ধ গাইড-নোট রাখা, প্রধান শিক্ষকের নিকট চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করেন।
গত ২৭ সেপ্টেম্বর ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন শহরের মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. ইব্রাহীম। অপর দিকে ঘটনা তদন্তে জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে সহকারী জেলা শিক্ষা অফিসার মো. ছালাহ উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মামলায় প্রধান শিক্ষক উল্লেখ করেন, গত ২৪ সেপ্টেম্বর সোমবার সকালে শহরের বাংলা স্কুল মোড়ের হাসান বুক হাউজের মালিক মো. কামাল হোসেন স্কুল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্কুল ক্যাম্পাসের একটি কক্ষে গাইড-নোট রাখে। প্রধান শিক্ষক স্কুলে এসে বিষয়টি জানতে পেরে ওই গাইড-নোট নিয়ে যেতে বলে। কিন্তু কামাল তার সাথে কথা কাটাকাটি করে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে গাইড-নোট রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করে। পরে কামাল ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের নিকট এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার কথা বলেন।
মামলায় আরও উল্লেখ করেন, কামাল প্রধান শিক্ষককে টাকা না দিলে স্কুলে আসতে দিবে না বলে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার পর প্রধান শিক্ষক থানায় মামলা করতে গেলে থানায় মামলা না নেয়ায় সে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২৫ নভেম্বরের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ প্রদান করেন।
এব্যাপারে হাসান বুক হাউজের মালিক মো. কামালের কাছে অভিযোগের ব্যাপারে জানাতে চাইলে সে জানায়, আমি আদালতের নোটিশ না পেয়ে এ বিষয়ে আমি কোনো কথা বলবো না।
ভোলা জেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন বলেন, বিষয়টি নিয়ে আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তারা তদন্ত রিপোর্ট জমা দিলে আমি সেটি ডিজিতে পাঠাবো। ডিজি প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা বলেন, আমার কাছে প্রধান শিক্ষক কোনো মামলা করতে আসেনি। এবং আমরা এখনও আদলতের কোনো নোটিশ পাইনি। নোটিশ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গতঃ- ভোলা শহরের মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম দীর্ঘদিন ধরে শহরের বাংলা স্কুল মোড়ের হাসান বুক হাউজের মালিক মো. কামালের নিকট চলতি বছরের জানুয়ারি মাস থেকে স্কুলের ছাত্রীদের কমন রুম ভাড়া দেয়। কামাল ওই কক্ষে বিভিন্ন কোম্পানির নিষিদ্ধ গাইড বই গুদাম জাত করে। পরে গত ২৪ সেপ্টেম্বর দুপুরে জেলা নিব্যাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে স্কুল কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ওই কক্ষ থেকে প্রায় ৪৬ প্যাকেট নিষিদ্ধ গাইড-নোট জব্দ করে। এবং দোকানের মালিক কামালকে গাইড বই বিক্রির দায়ে দুই হাজার টাকা জরিমানা করেন। এসময় প্রধান শিক্ষক নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নিকট কক্ষ ভাড়া দেওয়ার কথা অস্বীকার করেন।
Leave a Reply